হোম > ছাপা সংস্করণ

রাতের আঁধারে ১৪ কৃষকের পেঁয়াজখেত নষ্ট করল দুর্বৃত্তরা

বাঘা প্রতিনিধি

রাজশাহীর বাঘায় রাতের আঁধারে খেতের পেঁয়াজ নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে কে বা কারা উপজেলার বাউসা ইউনিয়নের টলটলিপাড়া, চকরপাড়া ও ভেড়ালীপাড়ায় পেঁয়াজখেত নষ্ট করে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা টলটলিপাড়া, বাউসা চকরপাড়া ও বাউসা ভেড়ালীপাড়া গ্রামের ১৪ জন কৃষক নিজ নিজ জমিতে পেঁয়াজ ও রসুনের আবাদ করেছেন। এসব জমির পেঁয়াজ উপড়ে ফেলা হয়েছে। কিছু জমির রসুন ও পেঁয়াজ কেটে নষ্ট করা হয়েছে। আবার কিছু কিছু জমির পেঁয়াজ পা দিয়ে পিষে দেওয়া হয়েছে।

এ বিষয়ে গতকাল বুধবার সকালে বাউসা ভেড়ালীপাড়ার ক্ষতিগ্রস্ত পেঁয়াজচাষিরা বলেন, কে বা কারা কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে, সেটি তাঁরা বুঝতে পারছেন না। খেতের মালিকেরা নিজ নিজ জমিতে চিরকুট পেয়েছেন।

ক্ষতিগ্রস্ত পেঁয়াজচাষিদের একজন বাউসার ভেড়ালীপাড়ার পল্টু মিয়া। তিনি ৩০ হাজার টাকায় জমি লিজ নিয়ে দুই বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছেন। কথা বলে জানা গেল, তিনি একটি এনজিও থেকে ঋণ নিয়ে আবাদ করেছেন। অনেক ক্ষতি হয়ে গেল জানিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

বাউসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান বলেন, ‘এ বিষয়ে পেঁয়াজচাষিরা আমাকে জানিয়েছেন। পাশাপাশি জমিতে ফেলে যাওয়া চিরকুট দেখিয়েছেন।’

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, তদন্ত করে অপরাধীকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ