সিলেট সংবাদদাতা
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে খাসি সম্প্রদায়ের ওপর হামলা ও ভোট প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে খাসি স্টুডেন্ট ইউনিয়ন।
গতকাল বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংহতি প্রকাশ করে।
বক্তারা বলেন, ২৮ নভেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের খাসিয়া সম্প্রদায়ের মানুষদের ভোট প্রদানে বাধা প্রদান করা ও হামলা করা হয়।