হোম > ছাপা সংস্করণ

নির্মাণের দুই বছরেও চালু হয়নি মাছ পরিচর্যা কেন্দ্র

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মিত মৎস্য আহরণোত্তর পরিচর্যা কেন্দ্রটি গত দুই বছরেও চালু হয়নি।

উপজেলার বিভিন্ন হাওর ও নদী থেকে আহরিত মাছের অপচয় রোধ এবং মান অক্ষুণ্ন রেখে ভোক্তার কাছে পৌঁছে দিতেই এই মৎস্য আহরণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। কিন্তু ঠিকাদার কাজ শেষ করলেও উদ্বোধনের অভাবে কেন্দ্রটি অযত্ন-অবহেলায় পড়ে আছে।

এ নিয়ে স্থানীয় মৎস্যজীবী ও মাছ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় মৎস্যজীবীরা বলছেন, চালু না হওয়ায় এই কেন্দ্র যে উদ্দেশ্যে তৈরি হয়েছে, তা ব্যাহত হচ্ছে। পাশাপাশি সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। তাঁদের দাবি, কেন্দ্রটি দ্রুত চালু করা হোক।

সরেজমিনে দেখা গেছে, মৎস্য আহরণোত্তর পরিচর্যা কেন্দ্রের ভেতরে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার স্তূপ। রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে কেন্দ্রের প্রস্রাবখানাও নোংরা হয়ে আছে। কেন্দ্রের ভেতরে কোথাও কোথাও দেখা দিয়েছে ফাটল। পাশেই গড়ে উঠেছে ময়লা-আবর্জনা ফেলার ভাগাড়, যেখানে স্থানীয় লোকজন ময়লা-আবর্জনা ফেলেন। মূলত একে কেন্দ্র করেই উপজেলা সদরে মাছের এই নতুনবাজার গড়ে উঠেছে। কিছুদিনের মধ্যে এ বাজারের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। আড়তদারদের দাবি, প্রতিদিন গড়ে ৪০-৫০ লাখ টাকার মাছ কেনাবেচা হচ্ছে, এই বাজারে।

খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রামের উদ্যোগে উপজেলা সদরের বাজারঘাটে মৎস্য আহরণোত্তর পরিচর্যা কেন্দ্রের একতলা ভবন নির্মাণ করা হয়। উপজেলার বিভিন্ন হাওর-নদী থেকে আহরিত মাছের অপচয় রোধ এবং মান অক্ষুণ্ন রেখে ভোক্তার কাছে পৌঁছে দিতেই এই মৎস্য আহরণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। কারণ, উপজেলার বিভিন্ন হাওর ও নদীর মিঠাপানির মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী, কিশোরগঞ্জসহ নিকটবর্তী জেলায় পৌঁছায়। অন্য জেলা থেকেও নাসিরনগর বাজারে মাছ আসছে। এসব বিষয় বিবেচনা করে সরকার এই এলাকার উৎপাদিত মাছ যথাযথ প্রক্রিয়ায় প্যাকিং ও বাজারজাত করতে কেন্দ্রটি নির্মাণের উদ্যোগ নেয়। কুমিল্লা মৎস্য চাষ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২০ সালের জুন মাসে সরকারি অর্থায়নে এই কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়। এতে স্থানীয় হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার বলেন, ‘মৎস্য আহরণোত্তর পরিচর্যা কেন্দ্রটি চালু করার জন্য ইতিমধ্যে চার সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যেই তা চালু করা যাবে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোনাববর হোসেন বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ