ঝালকাঠিতে পৃথক ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার খেজুরিয়া গ্রাম থেকে আশোক মিস্ত্রি (১৭) নামে এক তরুণের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়।
নিজ বাড়ি সংলগ্ন আম গাছের ডালে প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস দেয় আশোক মিস্ত্রি (১৭)। সে ওই গ্রামের অনিল মিস্ত্রির ছেলে।
তার নিকটাত্মীয় বিনয় চন্দ্র হালদার জানান, অশোক মিস্ত্রী মানসিক ভারসাম্যহীনতার কারণে প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেত। গত সোমবার সকালেও খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ অনেক স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরে রাতে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পাওয়া যায়।
সদর থানার ওসি খলিলুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট করেছে। অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। গতকাল বুধবার মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে
ঝালকাঠির রাজাপুরের বিষখালী নদী থেকে অজ্ঞাত এক যুবকের (২৮) অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার দুপুরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া গ্রামের নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ জানায়, বিষখালী নদীতে ওই লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তার বয়স আনুমানিক ২৭-২৮ বছর বয়স। শরীরের মাংস পচে ফুলে গেছে। এ কারণে তার চেহারা ভালোভাবে বোঝা যাচ্ছে না।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অজ্ঞাত ওই ব্যক্তির লাশে কোনো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না।