হোম > ছাপা সংস্করণ

‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। গত শনিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

একটি মেডিকেল বোর্ডের অধীনে সেখানে তাঁর চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

গতকাল রোববার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ভর্তির পর শনিবার রাতে বোর্ডের চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আলোচনা করেছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বলেছেন। গতকালও আরেক দফা আলোচনায় বসে মেডিকেল বোর্ড। সব বিষয় পর্যালোচনা করা হচ্ছে।

সব মিলিয়ে খালেদা জিয়া কেমন আছেন, জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, ‘তিনি (খালেদা জিয়া) ভালো আছেন, না খারাপ আছেন, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তিনি এখন সিসিইউতে আছেন।’

এদিকে খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) হাসপাতালে আছেন। হাসপাতালে তিনি জীবন-মরণ নিয়ে সংগ্রাম করছেন। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন।’ গতকাল বিকেলে অস্ট্রেলিয়া বিএনপি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি এটা তাঁর অধিকার, কোনো দয়ার বিষয় নয়। তাঁর গণতান্ত্রিক অধিকার। চিকিৎসার জন্য তিনি জামিন পেতে পারেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ