বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁকে বিদেশে সুচিকিৎসার দাবিতে কুমিল্লায় গণ-অনশন কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি। গতকাল শনিবার সকালে নগরীর বাদুরতলা ধর্মসাগরপাড়ে বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ গণ-অনশনে অংশ নেন দলটির নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, প্রচার সম্পাদক মোস্তফা জামান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আতাউর রহমান ছুটি, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ূম, শফিউল আলম রায়হান, মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির প্রমুখ।
কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘খালেদা জিয়া সারাটা জীবন দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। আজ গণতন্ত্র ও গণতন্ত্রের নেত্রীকে অবরুদ্ধ করে রেখেছেন অগণতান্ত্রিক সরকার। তাঁকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’