হোম > ছাপা সংস্করণ

‘আমার মেয়ে দেশের সম্পদ’

ইফতিয়াজ নুর নিশান, উখিয়া (কক্সবাজার)

শক্তিশালী ভারতকে হারিয়ে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। ওই দলের সদস্য শাহেদা আক্তার রিপার জন্মস্থান কক্সবাজারের উখিয়ায়।

উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাছড়ি গ্রামের জালাল আহমদ ও শামসুন্নাহারের দ্বিতীয় মেয়ে রিপা বর্তমানে পড়ছে বিকেএসপির দশম শ্রেণিতে। ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে সে।

রিপার বাবা জালাল আহমদ বাংলাদেশের জয়ের পেছনে তাঁর মেয়ের অসামান্য অবদানে ভীষণ খুশি। তিনি বলেন, ‘শাহেদা শুধু আমার মেয়ে নয়, সে বাংলাদেশের সম্পদ এবং সবার মেয়ে।’

জালাল আহমদ আরও বলেন, টিভিতে খেলা দেখার সময় মেয়ের নৈপুণ্য ও শৈলীতে খুবই ভালো লেগেছিল। আর বাংলাদেশের জয় এনে দিতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছোটকালে আমার মেয়ের ফুটবল খেলা দেখে আমি উৎসাহ দিতাম। স্বপ্ন ছিল একদিন সে অনেক বড় মাপের ফুটবলার হবে। আমার স্বপ্ন বিশ্বকাপে যেন আমার মেয়ে অংশ নিতে পারে।’

২০১৭ সালে বিকেএসপিতে ভর্তি হয়ে ভারতে খেলার সুযোগ পান সাহেদা আক্তার রিপা। একই বছর ভারতের বিরুদ্ধে ৪০ সেকেন্ডের মাথায় দ্রুততম গোল করে। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৫-তে ভুটানের বিরুদ্ধে ৭৩ ও ৮৩ মিনিটে দুটি গোল করে বাংলাদেশের হয়ে নারী ফুটবলে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়।

গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কমলাপুর স্টেডিয়ামে ভারতকে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ