নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর দাবিতে মানববন্ধন করেছেন বিএনপিপন্থী সাংবাদিকেরা।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিএফইউজের একাংশের সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ।