এখনো ঈদের ছুটির আমেজ কাটেনি বেশির ভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে। বিসিবির কর্মীদের অবশ্য খুব একটা ছুটিতে থাকার সুযোগ হচ্ছে না। খুব শিগগির কার্যক্রম শুরু করতে হচ্ছে তাঁদের। এই মুহূর্তে বড় দুটি অনুষ্ঠানের সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৯ জুলাই বসবে বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এর আগে আগামী রোববার আরও একটি বোর্ড সভার আয়োজন করছে বিসিবি। যদিও ঈদের কদিন আগে একটি বোর্ড সভা হয়েছিল। সেখানে অবকাঠামোগত উন্নয়নে বিসিবির আর্থিক বিভিন্ন বিষয় উঠে আসে। এজিএমের আগে আরেকটি বোর্ড সভার কারণ হিসেবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী সুজন আজকের পত্রিকাকে বলেন, ‘এজিএমের আগে বোর্ড মিটিং হবে ১৭ জুলাই। আমাদের পূর্বাচল স্টেডিয়াম স্থাপনের ব্যাপারে কনসালট্যান্ট চূড়ান্তকরণের জন্য এটা করা হচ্ছে।’