হোম > ছাপা সংস্করণ

দৌলতদিয়ায় ৩ কিমি যানজট

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আবার যানজট সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঘাট থেকে ৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এর মধ্যে বেশির ভাগই বাস, জরুরি পণ্যের গাড়ি, ট্রাক ও কাভার্ড ভ্যান। চালকেরা জানিয়েছেন, পদ্মা পাড়ির জন্য তাঁদের প্রায় ১২ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

গতকাল বেলা ১০টার দিকে দেখা যায়, ৩ নম্বর ফেরিঘাট (জিরো পয়েন্ট) থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি। এর মধ্যে বেশির ভাগ গাড়িই দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা।

বেনাপোল থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই করে ঢাকা যাচ্ছেন ট্রাকচালক জাহিদ হাসান। তিনি সোমবার বিকেলে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। তাঁর গাড়িটি রাত ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এসে পৌঁছালে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সিরিয়ালে আটকে দেয়। সেখানেও গাড়ির লাইন রয়েছে। গাড়ি কম থাকায় রাত ১১টা থেকে প্রায় ৬ ঘণ্টা মোড়ে আটকে থাকার পর মঙ্গলবার সকাল ৬টার দিকে তাঁকে দৌলতদিয়া ফেরিঘাটের দিকে ছেড়ে দেওয়া হয়।

জাহিদ হাসান বলেন, ফেরিঘাটের দিকে এসেও ঘাট থেকে প্রায় ৩ কিলোমিটার পেছনে যানজটে আটকা পড়েন। মোড়ে রাতভর গাড়িতে জেগে থাকার পর আবার ফেরিঘাটের লাইনে এসেও গাড়িতে বসে থাকতে হচ্ছে। সামনের গাড়ি থেমে থেমে কচ্ছপ গতিতে এগোচ্ছে। ৬ ঘণ্টারও বেশি সময়ে প্রায় ১ কিলোমিটারের পথ সামনের দিকে এগোতে পেরেছেন। এখনো তাঁরা ফেরিঘাট থেকে আরও প্রায় ২ কিলোমিটার পেছনে।

খুলনা থেকে আসা একটি দূরপাল্লার বাসের চালক সাদিকুর রহমান বলেন, গত তিন দিন ঘাট অনেকটা ফাঁকা ছিল। আসা মাত্রই ফেরিতে উঠতে পেরেছি। ট্রাকের লাইনে ট্রাক ছিল আর বাসের লাইনে বাস। আজ আবার যানজট। ধীরে ধীরে সামনের গাড়ির পেছন পেছন আগাচ্ছি। প্রায় ৩০-৪০ মিনিট পর পর গাড়ি একটু একটু করে এগোচ্ছে। এভাবে লাইন ধরে বসে থাকায় যাত্রীদের মধ্যে বিরক্তি চলে এসেছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ–মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, দৌলতদিয়া ও পাটুরিয়ায় ৫টি করে মোট ১০টি ঘাট থাকলেও দৌলতদিয়ার ৬ নম্বর ঘাটের সংযোগ সড়ক থেকে পন্টুন খাঁড়া হয়ে যাওয়ায় ফেরি থেকে গাড়ি ওপরে উঠতে অনেক সমস্যা হচ্ছে। পাশাপাশি নদীর পানি দ্রুত কমতে থাকায় ফেরিগুলোকে একটু ঘুরে যেতে হচ্ছে। এর ফলে ফেরি ভিড়তে সময় লাগছে। সেই সঙ্গে বাংলাবাজার ও শিমুলিয়া নৌপথ এখনো স্বাভাবিক না হওয়ায় ওই পথের গাড়ি দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাট দিয়ে পারাপার হচ্ছে। মঙ্গলবার গাড়ির চাপও একটু বেশি। এসব কারণে এ দুই ঘাটেই যানবাহনের চাপ থাকছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ