হোম > ছাপা সংস্করণ

আগৈলঝাড়ায় ইফতার নিয়ে সংঘর্ষ, আহত ৫

আগৈলঝাড়া প্রতিনিধি

আগৈলঝাড়ায় ইফতার নিয়ে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের রায়হান বালী উত্তর শিহিপাশা জামে মসজিদে স্থানীয় মাসুদ বালীর ইফতার অনুষ্ঠানে যান। ইফতারের মুহূর্তে একই এলাকার ইমরান বালী মসজিদে বসে শরবতের একটি গ্লাস রায়হানের ওপর ছুড়ে মারে। রায়হান মসজিদ থেকে নামাজ পরে বের হলে ইমরানের লোকজন রায়হানের ওপর হামলা চালান।

রায়হান বালী জানান, গত শনিবার সন্ধ্যায় উত্তর শিহিপাশা জামে মসজিদে মাসুদ বালীর ইফতার অনুষ্ঠানে গেলে ইমরান বালী মসজিদে বসে শরবতের একটি গ্লাস আমার মুখের ওপর ছুড়ে মারে। প্রতিবাদ করলে ইমরান আমাকে হুমকি দেয়। মসজিদ থেকে নামাজ পরে বের হওয়ার সঙ্গে সঙ্গে ইমরান বালী, জাহাঙ্গীর বালী, পলাশ বালী, আহসান বালী, আকাশ বালীসহ ৮-১০ জন মিলে আমাকে মারধর শুরু করেন। তখন দৌড় দিয়ে বাড়িতে গেলে আমার বাবা কামাল বালী, ভাই আরাফাত বালী, বোন তন্নি ইসলাম ও চাচি রুনু বেগমকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। আমরা হাসপাতালে যেতে চাইলে অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয়দের সহায়তায় আমরা হাসপাতালে ভর্তি হই।

অভিযুক্ত ইমরান বালী জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ইফতারের সময় একটু ঝগড়া হয়েছে। বাড়িতে গিয়ে হামলার ঘটনা অস্বীকার করেন তিনি।

এ ঘটনায় রায়হান বালীর মা খাদিজা বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, ইফতারের সময় হামলা-সংঘর্ষের ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ