বেনাপোল বন্দরে ভারত থেকে ফেরা এক যাত্রীর ব্যাগে আংটিতে ব্যবহৃত ৯ হাজার টুকরা পাথর জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
গতকাল রোববার দুপুরে তাজুল ইসলাম নামের ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে এ পাথর জব্দ করা হয়। তবে কাস্টমস কর্মকর্তারা পাথর জব্দ করে যাত্রীকে ছেড়ে দেন বলে জানা গেছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, ‘পাসপোর্টধারী যাত্রী তাজুল ইসলাম ভারত থেকে ফিরে আসার পথে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় যাত্রীর চলাফেরা ও ব্যস্ততা দেখে সন্দেহ হয় কাস্টমসে থাকা শুল্ক গোয়েন্দা সদস্যদের।’
সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, ‘পরে শুল্ক গোয়েন্দা সদস্যরা যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে। এ সময় যাত্রীর ব্যাগ ও পরে শরীর তল্লাশি করে পকেটে লুকিয়ে রাখা আংটিতে ব্যবহৃত বিভিন্ন রঙের ৯ হাজার পিচ পাথর পাওয়া যায়।’
জানা গেছে, ভারতের এসব দামি পাথর আংটিতে বসিয়ে সেগুলো অনেক টাকায় বিক্রি করা হয়। তবে এসব পাথরে উপকারিতা আছে কী না তা নিয়ে সংশয় রয়েছে।