দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় শ্যালিকাকে ধর্ষণ মামলার একমাত্র আসামি মো. মুলহাসকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানান র্যাব-১৪ এর উপপরিচালক লে. কমান্ডার এম. শোভন খান।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যে ভিত্তিতে দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বিশেষ অভিযানে মো. মুলহাসকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের ঘটনায় দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর থেকেই আসামি পলাতক ছিল।