হোম > ছাপা সংস্করণ

ঘোড়দৌড় দেখতে ভিড়

মধুপুর প্রতিনিধি

গ্রামবাংলার লোকজ ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মধুপুরে। আকাশী বঙ্গবন্ধু ক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে মধুপুর পৌর শহরের আকাশী, দামপাড়া, চরপাড়া ও ভান্ডারগাতী গ্রামের মধ্যমাঠে এই প্রতিযোগিতা হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ এই প্রতিযোগিতা উপভোগ করেন।

জানা গেছে, প্রতিবছরই ওয়ালটনের সহযোগিতায় আমন ধান কাটার পরপরই মধুপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যখানের বিশালাকারের ময়দানে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৩তম এই আসরে মানুষের পদচারণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আশপাশের রাস্তাগুলোতে জনস্রোতে পরিণত হয়। কয়েক কিলোমিটার এলাকার ওই মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বিকেল পাঁচটার দিকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ পরিচালক এস এম জাহিদ হাসান প্রতিযোগিতার উদ্বোধন করেন। এর পরপরই জামালপুর, মাদারগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসা প্রতিযোগীরা তীব্র গতিতে ছুটতে থাকে। করতালি আর হইহুল্লোড়ের মধ্যেই ৭টি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এঁদের মধ্যে মাদারগঞ্জের নজরুল ইসলাম চ্যাম্পিয়ন হন। অন্যান্য গ্রুপের মোট ৩০ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়।

আব্দুল বারী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথি ছিলেন মধুপুর পৌরসভার মেয়ার সিদ্দিক হোসেন খানসহ অন্যরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ