হোম > ছাপা সংস্করণ

আকাশে ভেসে বেড়ান

সম্পাদকীয়

আমাদের শিশু-কিশোর সাহিত্যকে যাঁরা বর্ণিল করে তুলেছেন, তাঁদেরই একজন মোহাম্মদ নাসির আলী। শিশু-কিশোরদের ভাষাটি তিনি রপ্ত করেছিলেন দরদ দিয়ে। তাই তাঁর লেখালেখিতে পাওয়া যেত প্রাণের স্পর্শ। যাঁরা এখনো মোহাম্মদ নাসির আলীর লেখালেখির সঙ্গে পরিচিত নন, তাঁদের জন্য কয়েকটি বইয়ের নাম দেওয়া থাকল। ‘লেবুমামার সপ্তকাণ্ড’, ‘বোকা বকাই’, ‘বোবারা সব কালা’, ‘সাতপাঁচ গল্প’, ‘তিমির পেটে কয়েক ঘণ্টা’। এ রকম ৫১টা বই আছে তাঁর। 
কাজ করতেন আদালতে। ছুটির পর চলে যেতেন নিজের প্রকাশনা প্রতিষ্ঠান নওরোজ কিতাবিস্তানে। সেখান থেকে বাড়ি ফিরতেন রাত ৯টায়। এরপর খেয়েদেয়ে লিখতে বসতেন। মাঝরাত পর্যন্ত লিখতেন। তাঁর ছিল কিশোর ক্ল্যাসিকের প্রতি আকর্ষণ। বাড়িজুড়ে ছিল বিশ্বসাহিত্যের সেরা কিশোর ক্ল্যাসিকগুলো।

তিনি যে নিজের মনটাকে শিশু-কিশোরের মতো রাখতে পেরেছিলেন, এর কারণ হলো তাঁর কল্পনার বিস্তার। তিনি ভাবতে পারতেন শিশু-কিশোরের মতোই।
তাঁর ছোটবেলার একটা ঘটনা বলা যাক। তখন তিনি পড়েন ক্লাস ফাইভে। সেকালে রাখালেরা গরু নিয়ে মাঠে যেত। সেটা ছিল এক অতি স্বাভাবিক দৃশ্য। তো কীভাবে সময় কাটবে রাখালের? রাখালদের কেউ বাঁশি বাজিয়ে সময় কাটাত, কেউ আকাশে ওড়াত ঘুড়ি। কোনো কোনো ঘুড়ি আকারে হতো বিশাল। একদিন কিশোর নাসির দেখলেন ভোঁ ভোঁ শব্দ করে আকাশে ভাসছে এক বিশাল ঘুড়ি। ওড়াচ্ছে এক রাখাল ছেলে। নাসিরের মনে হলো, আরে! এই ঘুড়িতে করেই তো ঘুড়ির মতো আকাশে ওড়া যায়। ভাবনাটা মাথায় আসতেই ঘুড়ির গুণ ধরে ঝুলে পড়লেন নাসির। আর ঘুড়িটাও নাসিরকে নিয়ে সাঁই সাঁই করে আকাশে উড়ে গেল। আকাশ থেকে পৃথিবীর দিকে তাকালেন তিনি। ভয়ে নীল হয়ে গেলেন। রাখাল ছেলেটাও ঘুড়ি নামিয়ে আনতে পারছে না। সে এক বিতিকিচ্ছির অবস্থা। এ সময় বাঁচার জন্য ঘুড়ির গুণ ছেড়ে দিলেন নাসির। আছড়ে পড়লেন পুকুরপাড়ে। খুব ব্যথা পেলেন। ‘তিমির পেটে কয়েক ঘণ্টা’র বইয়ের মতো নাসিরের জীবনের এ ঘটনাটির নাম হতে পারত ‘আকাশ মাঝে কয়েক মিনিট’।

সূত্র: এনায়েত রসুল, মুন্সিগঞ্জের খবর, ১৮ জানুয়ারি, ২০১০

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ