হোম > ছাপা সংস্করণ

ভারী বর্ষণে সড়কে ধস

মুলাদী প্রতিনিধি

মুলাদীতে ভারী বর্ষণে সোনামদ্দিন বন্দর-সফিপুর খেয়াঘাট সংযোগ সড়কের বিভিন্ন স্থানে ধসে পড়েছে। গত বুধবার রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি এলাকার বিভিন্ন স্থানে ধস দেখা দেয়। এখনই ব্যবস্থা না নেওয়া হলে সড়কটি পুরোপুরি ভেঙে যান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা করেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, গত জুন মাসে সোনামদ্দিন বন্দর থেকে সফিপুর মুন্সীরহাট খেয়াঘাট সড়কের কাজ শেষ হয়। কাজ করার সময় খালের পাশে ঝুঁকিপূর্ণ স্থানে ভাঙন কিংবা ধস রোধে পাইলিং করা হয়নি। আর গত তিন দিনের টানা বৃষ্টিতে খালের পাড়ে বিভিন্ন স্থানে ধস দেখা দেয়।

উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এম এ গফুর মোল্লা বলেন, সড়কটিতে এমনিতেই নিম্নমানের কাজ করা হয়েছে। ধস রোধেও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বৃষ্টিতে বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির দক্ষিণ দিকে খান বাড়ির কাছে প্রায় দেড় শ ফুট ধসে পড়েছে। এ ছাড়া সরদার বাড়ি, হাওলাদার বাড়ির কাছে ধস দেখা দিয়েছে।

সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী জানান, সড়কের ধসে যাওয়ার বিষয়টি উপজেলা প্রকৌশল দপ্তরে জানানো হয়েছে। তারা পাইলিং করে ধস রোধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

উপজেলা উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, সোনামদ্দিন-সফিপুর খেয়াঘাট সড়কের ধসে বিষয়টি জেনেছি। বরাদ্দ পেলে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ