হোম > ছাপা সংস্করণ

গ্রেপ্তার-আতঙ্কে বাড়িছাড়া বিএনপির নেতা-কর্মীরা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকায় ১০ ডিসেম্বর সমাবেশের আগে গ্রেপ্তার-আতঙ্কে বাড়িছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির নেতা-কর্মীরা। কয়েক দিন ধরে পুলিশের ধরপাকড় অভিযানে দলের বেশির ভাগ নেতা-কর্মী রাতে নিজের বাসায় থাকছেন না। মামলার বাইরে থাকা কিছু জ্যেষ্ঠ নেতাকে দিনে দেখা গেলেও রাতে নিজেদের সুবিধামতো নিরাপদ জায়গায় চলে যাচ্ছেন।

এর আগে সমাবেশকে কেন্দ্র করে মিছিল-সমাবেশসহ নানা কর্মসূচিতে রাজনৈতিক মাঠ উত্তপ্ত রেখেছিলেন বিএনপির নেতা-কর্মীরা। এমন কর্মসূচি থেকে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ ও মহাসড়কে আগুন দেওয়ার অভিযোগে বিএনপি, জামায়াত ও গণ অধিকার পরিষদের ৯৫ জন নেতা-কর্মীকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা করেছে পুলিশ। এই দুটি মামলায় গত পাঁচ দিনের টানা অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন বলেন, ‘জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে কে কোথায় কোন কর্মসূচি পালন করবে, তা আমাকে জানানো হয়। আমাদের দল বা অঙ্গসংগঠনের কোনো নেতা-কর্মী কোনো ধরনের মিছিল বের করেনি। পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের যেসব অভিযোগ আনা হচ্ছে, এগুলো সব বানানো। যেসব ঘটনা কেউ দেখেনি, কেউ জানে না, অথচ পুলিশ সবই জানে! এসব মামলা ১০ ডিসেম্বর সামনে রেখে গায়েবিভাবে উপস্থাপন করা হচ্ছে।’

জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, ‘পুলিশ নামক নাটক সাজিয়ে বিএনপির নেতা-কর্মীদের মামলা দিচ্ছে। যাদের নামে কখনো মামলা ছিল না, তাদেরও মামলা দিচ্ছে। রাত হলে আমাদের নেতা-কর্মীদের বাড়িতে এসে পুলিশ অভিযান চালাচ্ছে। আমাদের পরিবারকেও তারা শান্তিতে থাকতে দিচ্ছে না। আমাদের সঙ্গে পরিবারকেও এখন আতঙ্কে থাকতে হয়।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, ‘যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, শুধু তাদেরই আমরা গ্রেপ্তার করছি। যারা মূলত নাশকতার সঙ্গে 
জড়িত, তারাই গ্রেপ্তার হচ্ছে। রাজনৈতিকভাবে কাউকে হয়রানি করার জন্য গ্রেপ্তার করছি না।’ আর বিশেষ এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ