হোম > ছাপা সংস্করণ

পুরোনো তথ্যে জিএফআইয়ের মুদ্রা পাচারের রিপোর্ট

মুদ্রা পাচারের তথ্য সংগ্রহ, গবেষণা ও পর্যালোচনাকারী যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি-(জিএফআই) তাদের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের মুদ্রা পাচারের হালনাগাদ তথ্য দিতে পারেনি। সেখানে গত তিন বছরে বাংলাদেশ থেকে কত মুদ্রা পাচার হয়েছে তার হালনাগাদ তথ্য নেই। সংস্থাটি গত দুই প্রতিবেদনের ধারাবাহিকতায় এবারও ২০১৫ সালের তথ্যের ওপর ভর করে মুদ্রা পাচারের পুরোনো তথ্য দিয়েই বাংলাদেশের মুদ্রা পাচারের চিত্র প্রকাশ করেছে। প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশসহ বেশ কিছু দেশের বাণিজ্যসংক্রান্ত তথ্য-উপাত্ত না পাওয়ায় তারা এসব দেশের মুদ্রা পাচারের হালনাগাদ তথ্য উপস্থাপন করতে পারেনি। ফলে আমদানি-রপ্তানির আড়ালে বাংলাদেশ থেকে গত ছয় বছরে কত টাকা পাচার হয়েছে, তা জানা যাচ্ছে না।

জিএফআই বাংলাদেশসহ ১৩৪টি দেশের অর্থ পাচারের যে তথ্য প্রকাশ করেছে, সেখানে মূলত ২০০৯ সাল থেকে (২০১৪ সাল ছাড়া) ২০১৫ সালের তথ্য দিয়ে বাংলাদেশের চিত্র পর্যালোচনা করেছে। এসব তথ্য গত বছর এবং এর আগের বছরের প্রতিবেদনেও একই রকম ছিল। তবে আগের হিসাবটি ধরলেও দেখা যায়, সর্বশেষ বাংলাদেশ থেকে মুদ্রা পাচার হয়েছে ৪ হাজার ৯৬৫ কোটি ডলার। প্রতি ডলারের বিনিময় হার ৮৫ টাকা ৮০ পয়সা ধরে হিসাব করলে টাকার অংকে তা প্রায় ৪ লাখ ২৬ হাজার কোটি টাকা। এ হিসাবে প্রতি বছর গড়ে ৭১ হাজার কোটি টাকা পাচার হয়েছে। তবে ২০১৫ সালে এক বছরেই পাচার হয়েছে ১ লাখ কোটি টাকার বেশি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ