হোম > ছাপা সংস্করণ

কাজ শেষ হওয়ার আগেই মেয়াদ শেষ প্রকল্পের

সুনামগঞ্জ ও জামালগঞ্জ প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওর থেকে সময়মতো পানি নিষ্কাশন না হওয়া, মাটির সংকট ও প্রকল্পের কাজে অর্থ বরাদ্দে ধীরগতির কারণে সুনামগঞ্জের হাওর অঞ্চলে ফসলরক্ষা বাঁধের কাজ এখনো শেষ হয়নি। কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের নীতিমালা অনুযায়ী এ কাজ গত ১৫ ডিসেম্বর শুরু করে ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ আজ শেষ করার কথা থাকলেও গতকাল পর্যন্ত হাওরে ৮০ শতাংশ বাঁধের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তাই আগাম বন্যায় এবারও ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

২০১৭ সালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের বোরো ফসল শতভাগ তলিয়ে যায়। ২০১৭ সালের পর থেকে নীতিমালা সংশোধন করে কাজের বিনিময়ে টাকার (কাবিটা) মাধ্যমে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ সমন্বয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) বাঁধের কাজ বাস্তবায়ন করে আসছে। ঠিকাদারি প্রথা বাতিল করে পিআইসির মাধ্যমে কাজ বাস্তবায়ন করায় ২০১৭ সালের পর থেকে ফসলের তেমন ক্ষতি হয়নি।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, চলতি বছর জেলার ছোট-বড় ৪২টি হাওরে ৭২২টি প্রকল্পের কাজ চলমান। ব্যয় ধরা হয়েছে ১১৮ কোটি টাকা। তবে বছর বছর মাটি দিয়ে বাঁধ করার ফলে বাঁধ তৈরিতে দেখা দিয়েছে মাটির তীব্র সংকট। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানি নিষ্কাশনে ধীরগতির কারণে কাজ শুরু করতেও দেরি হয়েছে।

জামালগঞ্জ উপজেলার সর্ববৃহৎ হাওর পাগনায় ১২টি, হালির হাওরে ১৪টি, শনির হাওরে ৪টি, মহালিয়া হাওরে ৪টি, মিনি পাগনায় ১টি ও জোয়াল ভাঙা হাওরে ১টি পিআইসি রয়েছে। মহালিয়া হাওরে ৪টি পিআইসির মধ্যে ৭ ও ৮ নম্বর পিআইসির কাজ এখনো অর্ধেক বাকি। ফলে মহালিয়া হাওরের কৃষকেরা আগাম বন্যায় ক্ষতির আশঙ্কা করছেন। আরও কয়েকটি বেড়িবাঁধের কাজ সম্পন্ন ও কম্পেকশনসহ ড্রেসিং না হওয়ায় এগুলো হচ্ছে অনেক দুর্বল।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, ‘কাজ শেষ করতে আমরা আরও এক সপ্তাহ সময় বৃদ্ধির আবেদন করেছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ