ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটদান পদ্ধতি শেখাতে মক ভোটিং প্রশিক্ষণে দেওয়া হয়েছে। গতকাল রোববার পৌর এলাকার ১০ কেন্দ্রে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া পৌর নির্বাচনকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা নির্বাচন কমিশনার মো. জাসিদুল ইসলাম বলেন, এই প্রথম ইভিএম মেশিনের মাধ্যমে পৌরসভার জনগণ ভোট দেবে। তাই নির্বাচন কমিশনের নির্দেশনায় এলাকার সাধারণ ভোটারদের মক ভোটিংয়ের মাধ্যমে ভোট দেওয়ার পদ্ধতি শেখানো হচ্ছে। প্রতিটি কেন্দ্রেই ভোটার এসে প্রশিক্ষণ নিচ্ছে কেমন করে ইভিএম মেশিনে ভোট দিতে হয়।