হোম > ছাপা সংস্করণ

বন্দুক, ককটেলসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে মো. হারুন মানিক (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত রোববার রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাংলাবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পর হারুন মানিকের কাছ থেকে একটি একনলা বন্দুক, আটটি ককটেল ও একটি চায়নিজ চাপাতি উদ্ধার করা হয়। তিনি হারুন বাহিনীর প্রধান। তাঁর বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।

গতকাল সকালে হারুন মানিককে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার হারুন জীরতলী ইউনিয়নের বারইচাতল গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বাংলাবাজারের মঞ্জুর হোন্ডা গ্যারেজে অভিযান চালায় র‍্যাব-১১-এর একটি দল। এ সময় হারুন বাহিনীর প্রধান হারুনকে গ্রেপ্তার করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাঁর কাছে অস্ত্র থাকার কথা তিনি স্বীকার করেন। রাতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জীরতলী ইউনিয়নের বারইচাতল গ্রামের ছমদ আলী ব্যাপারী বাড়ির আবদুল মন্নানের রান্নাঘর থেকে বন্দুক, চাপাতি ও ককটেল উদ্ধার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, গ্রেপ্তার হারুনের বিরুদ্ধে চারটি অস্ত্র, দুটি হত্যা, চারটি চুরি, একটি মাদক, একটি ছিনতাই, একটি নারী নির্যাতন, একটি পুলিশের ওপর হামলা, দুটি মারামারিসহ মোট ১৬টি মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক মামলা করা হয়েছে।

খন্দকার মো. শামীম হোসেন আরও জানান, হারুন অস্ত্র দিয়ে নোয়াখালী ও লক্ষ্মীপুরের সীমান্তবর্তী দুর্গম এলাকার লোকজনকে ভয়ভীতি দেখাত। একাধিক হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্রবাজি, মাদক বিক্রি, ধর্ষণ, অপহরণ ও মুক্তিপণ আদায় করত। তাঁর এসব কাজে কেউ বাধা দিলে ভয় দেখিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করত।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ