হোম > ছাপা সংস্করণ

জেলা, মহানগরে আজ বিএনপির অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূর্বঘোষণা অনুযায়ী আজ শনিবার সারা দেশের জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপির পাশাপাশি দলটির সমমনা জোট ও দলগুলোও যুগপৎ আন্দোলনের এই কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন।

শায়রুল কবির খান জানান, বেলা সাড়ে ১১টা থেকে বিজয়নগরে অবস্থান করবে ১২ দলীয় জোট। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে অবস্থান নেবে লেবার পার্টি এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পল্টন মোড়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করবে। এ ছাড়া বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদ, কারওয়ান বাজার কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন সড়কে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মতিঝিলে কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচি পালন করবে গণফোরাম।

গত ২৪ মার্চ রাজধানীর লেডিস ক্লাবে এক ইফতার মাহফিল থেকে রমজানেও কর্মসূচি চলমান রাখার ঘোষণা আসে বিএনপির পক্ষ থেকে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচির ঘোষণা দেন। রমজানে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার কথা না থাকলেও দেশের বর্তমান পরিস্থিতিতে বাধ্য হয়ে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ