র্যাবের করা দুটি মামলায় কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হেলাল উদ্দিন হেলালীর (৪২) জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল রোববার চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
হেলাল উদ্দিন হেলালী উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা।
জানা গেছে, ২০১৯ সালে ফাঁসিয়াখালী ভেন্ডিবাজার এলাকায় র্যাবের একটি দল ইয়াবা ব্যবসায়ীদের ধরতে অভিযানে গেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনায় র্যাব বাদী হয়ে থানায় দুটি মামলা করে। এতে যুবলীগ নেতা হেলাল উদ্দিন হেলালীকেও আসামি করা হয়। পরে মামলা দুটির চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। এতে হেলাল উদ্দিন হেলালী ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়।