নরসিংদীর মাধবদীতে পরিবহন চালকদের নিকট থেকে চাঁদাবাজির অভিযোগে আক্তার হোসেন (৪৩) নামের একজনকে আটক করেছে র্যাব ১২। গতকাল শনিবার সকালে মাধবদী পৌর এলাকার ছোট মাধবদী মহল্লার সড়ক থেকে তাঁকে আটক করা হয়। আটক আক্তার হোসেন ছোট মাধবদী মহল্লার বাসিন্দা।
নরসিংদী র্যাবের কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে ছোট মাধবদী মহল্লার শওকত চেয়ারম্যানের বাড়ির সামনে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় চাঁদা আদায়কালে হাতেনাতে আক্তার হোসেনকে আটক করে এবং তাঁর কাছ থেকে চাঁদার ১৭৩০ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।