হোম > ছাপা সংস্করণ

গ্যাস যাচ্ছে সারা দেশে বঞ্চিত এলাকাবাসী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর থেকে সারা দেশে সরবরাহ হচ্ছে গ্যাস। অথচ কালাপুরবাসীই এই গ্যাস সুবিধার আওতায় আনা হয়নি। বারবার দাবি করেও কোনো ফল না পেয়ে এবার আন্দোলনে নেমেছেন কালাপুরবাসী। কালাপুর ইউনিয়নের প্রতিটি বাড়িতে আবাসিক গ্যাস সংযোগ চান ইউনিয়নবাসী। এ দাবিতে গ্রামবাসীর উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কালাপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে ইউনিয়নবাসী দাবি করেন, কালাপুর ইউনিয়নেই গ্যাসকূপ থেকে উত্তোলন করা গ্যাস দেশের অন্যত্র বিতরণ করা হচ্ছে। কিন্তু তাঁদের ইউনিয়নে গ্যাস সংযোগ নেই। তাই তাঁরা কালাপুর ইউনিয়নের প্রতিটি বাড়িতে দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংযোগ চান।

এলাকাবাসীর আমন্ত্রণে সমাবেশে যোগ দেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এ ছাড়া কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আব্দুল মতলিব ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম খান, সিরাজনগর মাদ্রাসার অধ্যক্ষ শেখ শিব্বির আহমদ, ইউপি সদস্য শেখ উপরু মিয়া উপস্থিত ছিলেন।

এ সময় সাংসদ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবেন বলে জানান। তবে গ্রামবাসী জানান, তাঁদের দাবি বাস্তবায়িত না হলে বড় আন্দোলনের ডাক দেবেন তাঁরা। সমাবেশে কালাপুর ইউনিয়নের শতাধিক মানুষ অংশ নেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ