কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত দশটায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলি আলিফ স্টিল মিলসের সামনে এই দুর্ঘটনা ঘটে। অপর আরোহী নিহত যুবকের বড় ভাইকে গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত আরিফুল ইসলাম (২৬) ও আহত মিজানুর রহমান এলেঙ্গা পৌরসভার মহেলা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, রাত ১০টার দিকে আরিফুল ও মিজানুর মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। মহাসড়কের পৌলি আলিফ স্টিল মিলের কাছে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি বাস তাঁদের ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই আরিফুলের মৃত্যু হয়। মিজানুরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এলেঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল বারেক বলেন, গতকাল শনিবার বাদ জোহর জানাজা শেষে মহেলা উত্তরপাড়া সামাজিক কবরস্থানে আরিফুলের মরদেহ দাফন করা হয়। আহত মিজানুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।