হোম > ছাপা সংস্করণ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বুকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ফয়সাল আজাদ সাফি নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বুকে পিস্তল ও রামদা ঠেকিয়ে ল্যাপটপ এবং টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে পৌর এলাকার গুলশানপাড়ার কদমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিবাদ করায় রিকশাচালক মনোয়ার হোসেনকে মারধর করে ছিনতাইকারীরা।

ফয়সাল গুলশানপাড়ার মৃত আজাদুল হকের ছেলে। তিনি নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।

জানা গেছে, করোনাভাইরাসের টিকা নিতে ফয়সাল ঢাকা থেকে রাতের চিত্রা এক্সপ্রেস ট্রেনে করে চুয়াডাঙ্গা স্টেশনে নেমে রিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন।

ফয়সাল বলেন, আমি ঢাকা থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে রোববার রাত ২টার দিকে পৌঁছাই। পরে স্টেশন থেকে রিকশাযোগে বাড়ির উদ্দেশে রওনা দিই। বাড়ির অদূরে গুলশানপাড়ার আফেন্দির দোকানের কাছে পৌঁছালে অজ্ঞাত দুই ব্যক্তি রিকশার গতিরোধ করে। এ সময় আমার বুকে পিস্তল ও রামদা ঠেকিয়ে ল্যাপটপ ও তিন হাজার টাকা নিয়ে যায় এবং রিকশাচালক মনোয়ার হোসেনকে মারধর করে।

চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক মোহাব্বত আলী জানান, রাতে ট্রেনযোগে ঢাকা থেকে চুয়াডাঙ্গায় আসেন ফয়সাল। পরে রিকশায় বাড়ি আসার পথে গুলশানপাড়ায় পৌঁছালে অস্ত্র ঠেকিয়ে তাঁর ল্যাপটপ ও টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় রিকশাচালককে মারধর করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ