কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ক্লাবের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিজ্ঞান অনুষদের নতুন নির্মিত হল রুমে এ অনুষ্ঠান হয়।
সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও সায়েন্স ক্লাবের মডারেটর জিল্লুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, আমি যখন কলেজে থাকা অবস্থায় সায়েন্স ক্লাবের সক্রিয় সদস্য ছিলাম। সে সময় বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো।