হোম > ছাপা সংস্করণ

বৃষ্টিতে পানি জমে পাকা ধান ও সরিষার ক্ষতি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে টানা বৃষ্টিতে ফসলের খেতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পাকা আমন ধান পানিতে তলিয়ে যাওয়ায় হাহাকার করছেন কৃষকেরা। পাশাপাশি মাঠে কেটে রাখা পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। পানি জমেছে সরিষা, পেঁয়াজ ও গমের খেতেও। কৃষকেরা জানান, এতে তাঁদের অনেক লোকসান হবে।

ঝিনাইদহ কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এ বছর মোট আমন আবাদ হয়েছে ১ লাখ ৪৬ হাজার ১২ হেক্টর, সরিষা ৯ হাজার ১৭১ হেক্টর, পেঁয়াজ ৭৬১ হেক্টর, গম ৪ হাজার ৩৫৪ হেক্টর, ভুট্টা ১০ হাজার ৮৮৫ হেক্টর জমিতে। আবাদকৃত আমন ধানের প্রায় ২০ ভাগ এখনো জমিতেই রয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, জাওয়াদের প্রভাবে তীব্র বৃষ্টিতে মাঠের পর মাঠ পাকা আমন ধান ডুবে আছে। আর কেটে রাখা ধান ভাসছে। একই অবস্থা সরিষা, গমসহ শাক-সবজির খেত। কৃষকেরা বৃষ্টিতে ভিজে জমির আইল কেটে সরিষা ও শাক-সবজির খেত থেকে পানি সরানোর চেষ্টা করছেন।

সদর উপজেলার চুটলিয়া গ্রামের কৃষক লিয়াকত হোসেন জানান, এ বৃষ্টিতে শস্যের খেতে পানি জমে গেছে। এখন কোদাল নিয়ে মাঠে এসে জমির আইল কেটে পানি বের করার চেষ্টা করছেন। এ পানি বের না হলে ধানের গোড়া পচে সব নষ্ট হয়ে যাবে। কৃষক রহমান মিয়া জানান, তাঁর মাঠে ৫ বিঘা জমিতে ধান ছিল। দুই বিঘা জমির ধান বাড়িতে নিতে পেরেছেন। বাকি সব ধান মাঠে বৃষ্টির পানিতে ভাসছে।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজগর আলী জানান, এ পানি ৪ থেকে ৫ দিন থাকলে লোকসানের পরিমাণ অনেক বেশি হবে। আমরা চেষ্টা করছি কি পরিমাণ জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তা বের করার।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ