উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতিসভার দিনেই মারা গেলেন ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
গতকাল সোমবার দুপুর ৩টায় পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতাদের পরিচিতি সভা। কিন্তু এদিন বিকেল সাড়ে ৪টায় উপজেলার নন্দুয়ার ইউপির সন্ধারই গ্রামের নিজ বাড়িতে মারা গেলেন তিনি।
আওয়ামী লীগ নেতা খায়রুল কিডনি ডায়বেটিস জন্ডিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাকী জানান, খায়রুলের দাফন রাত ১০টায় তাঁর নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে করা হয়।