হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে অনন্যা শ্রফ। বড় চাকরির হাতছানি উপেক্ষা করে জন্মভূমিতে ফিরে এসেছে সে। চোখে স্বপ্ন, অসহায় মানুষের আইনি সহযোগিতা করবে। শহুরে পরিবেশে বড় হওয়া অনন্যা হাজির হয় এক মফস্বলের আদালতে। সেখানে প্র্যাকটিস শুরু করে। তবে পদে পদে তাকে বাধার মুখে পড়তে হয়। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘মামলা লিগ্যাল হ্যায়’ সিরিজে অনন্যা শ্রফ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী নায়লা গ্রেওয়াল। তাঁকে নিয়ে আলোচনা এতই তুঙ্গে যে এ সপ্তাহে আইএমডিবির জনপ্রিয় অভিনয়শিল্পীর তালিকার শীর্ষে উঠে এসেছে নায়লার নাম। এমনকি এ ক্ষেত্রে নায়লা টপকে গেছেন শাহরুখ খানকেও!
মার্চের প্রথম সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কমেডি ঘরানার কোর্টরুম ড্রামা সিরিজ মামলা লিগ্যাল হ্যায়। এ সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করে যেমন প্রশংসা কুড়িয়েছেন রবি কিষাণ, তেমনই পার্শ্বচরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন নিধি বিশত, অনন্ত যোশি, যশপাল শর্মার মতো তারকা। তবে বিশেষভাবে আলোচনা হচ্ছে নায়লাকে নিয়ে। সিরিজটি মুক্তির পর তাঁকে নিয়ে কৌতূহলীও হয়ে উঠেছেন দর্শকেরা। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে নায়লার অনুরাগীর সংখ্যা দেড় লাখের গণ্ডি পেরিয়েছে।
নায়লা গ্রেওয়ালকে নিয়ে ইদানীং হইচই তৈরি হলেও তিনি বলিউডে কাজ করছেন প্রায় এক দশক ধরে। দিল্লির মেয়ে নায়লা স্নাতকোত্তর শেষ করে মডেলিংয়ের স্বপ্ন নিয়ে পাড়ি দেন মুম্বাইয়ে। বিজ্ঞাপনে কাজ শুরু করেন। সিনেমায় অভিনয়ের জন্য নানা জায়গায় অডিশন দিতে শুরু করেন। একপর্যায়ে নজর পড়েন পরিচালক ইমতিয়াজ আলির। তাঁর ‘তামাশা’য় প্রথম অভিনয় করেন নায়লা। রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে তিনি ছিলেন পার্শ্বচরিত্রে। দ্বিতীয় সিনেমা ‘বেরেলি লি বরফি’। আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, কৃতি শ্যাননের সঙ্গে এতেও নায়লা ছিলেন পার্শ্বচরিত্রে।