হোম > ছাপা সংস্করণ

‘সমাজে শান্তির জন্য শিল্পকলার বিকল্প নেই’

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সমাজে শান্তির জন্য শিল্পকলার বিকল্প নেই। বর্তমান সময়ে সমাজে নানা রকম অস্থিরতা।

এই অস্থিরতা দিয়ে অস্থিরতা দমন করা যাবে না। চিত্র, শিল্প, কবিতা, গানসহ শিল্পকলা দিয়ে সমাজে শান্তি আনা সম্ভব। এ জন্য শিল্পকলার চর্চা বাড়াতে হবে।

গত শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের গজরা ইউনিয়নে উপজেলা শিল্পকলা অ্যাকাডেমির ভবন পরিদর্শন করে এমন পরামর্শ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজি শরিফুল হাসান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ, গজরা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান, শিল্পকলা অ্যাকাডেমির সদস্যরা।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, সংস্কৃতি বিকশিত করার স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। সংস্কৃতি চর্চা, এর কার্যক্রম পরিচালনা শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক না রেখে দেশের সর্বত্র এর প্রচার, প্রসার সম্প্রসারিত করাও তাঁর স্বপ্নের অন্তর্নিহিত অন্যতম একটি বার্তা ছিল।

শামসুল আলম বলেন আরও বলেন, কালের আবর্তে তাঁর সেই স্বপ্নের বাংলাদেশ শিল্পকলা একাডেমি আজ সুশোভিত, দেশব্যাপী পরিব্যাপ্ত, কর্ম-চাঞ্চল্যে ভরপুর, দেশের ভূখণ্ড পেরিয়ে এর কর্মকাণ্ড আজ বিশ্বপরিমন্ডলে সমাদৃত। কিন্তু জাতির দুর্ভাগ্য যে স্বপ্নদ্রষ্টা তাঁর সেই স্বপ্নের বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই বিশাল কর্মকাণ্ড দেখে যেতে পারেননি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ঘুরে দেখেন এবং এই অ্যাকাডেমি কীভাবে আরও কার্যকর করা যায় সে বিষয়ে সবার সঙ্গে মতবিনিময় করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ