বিশ্ববাজারের সঙ্গে সংগতি রেখে দেশে তেলের দাম কিছুটা বাড়ানো হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পরিবহন মালিক সমিতি বলছে তাদের দাবি শুনতে হবে, না হলে তারা ধর্মঘটে থাকবে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাদের সঙ্গে কথা বললে সমাধান হয়ে যাবে।’
গতকাল শুক্রবার সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানাধীন ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদত ইসলাম মিন্টুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ওয়ার্ড কাউন্সিলর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান ইরানসহ অনেকে।