হোম > ছাপা সংস্করণ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাকির গাজীপুরে গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরের খালিশপুর থানার চাঞ্চল্যকর কাজী তাসকিন হোসেন তয়ন (৩২) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জাকিরকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা-পুলিশ। গত বুধবার বিকেল ৪টায় ঢাকার কাছে গাজীপুরের জয়দেবপুর চাপেলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাকির তয়ন হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নং পলাতক আসামি। তিনি খালিশপুর থানাধীন বয়রা আজিজের মোড় এলাকার মো. সোহরাব বাবুর্চির ছেলে।

খুলনার ডিসি নর্থ মোল্লা জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সহযোগিতায় মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিজানুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম ও গাজীপুর সদর থানা-পুলিশের সহযোগিতায় জয়দেবপুরের চাপেলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি ভাড়া করা বাসা থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত জাকির শুরু থেকেই পলাতক ছিলেন। গত একমাস যাবৎ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জাকিরের অবস্থান নিশ্চিত করে তাকে ওই এলাকা থেকে আটক করা হয়।

উল্লেখ্য, তয়ন হত্যা মামলায় ২০২০ সালের ৮ মার্চ খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার ৫ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন। পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তয়ন ২০১৮ সালের ২৮ আগস্ট বিকেলে নিখোঁজ হয়। পরে একটি ডোবা থেকে বাঁশের সঙ্গে বাঁধা অবস্থায় তয়নের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ