চাকরি স্থায়ীকরণের দাবিতে দেশের সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দুটি দাবি তুলে ধরেন। তাঁদের দাবি দুটি হচ্ছে—সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োজিত বেসরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ থেকে চাকরি সরকারিকরণ এবং চাকরি সরকারিকরণের আগ পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়া।
সংগঠনটির সভাপতি দুলাল সরদার বলেন, ‘আমাদের মাসিক বেতন তিন হাজার থেকে সাত হাজার টাকা। এই অল্প বেতনে আমরা পরিবার-পরিজন নিয়ে খুবই কষ্টে জীবন-যাপন করছি। সরকারি কলেজ ও মাদ্রাসা পরিচালনাকারী মাধ্যমিক উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর ২০১৩ সালে নতুন জনবল নিয়োগ দিলেও বেসরকারি চাকরিজীবীদের কোনো অগ্রাধিকার দেয়নি।’