দাকোপে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৪টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে এ সভা হয়। আগামী ৬ নভেম্বর খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে এ বিশেষ বর্ধিত সভা করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জি এম রেজা সভায় সভাপতিত্ব করেন।
সদস্যসচিব উত্তম রায় ও কুমারেশ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক অধ্যক্ষ আবদুল্লাহ ফকির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমিন প্রমুখ।