হোম > ছাপা সংস্করণ

শিক্ষা দেবেন রাকুল প্রীত

যৌনশিক্ষা নিয়ে সমাজে একধরনের ট্যাবু আছে। বেশির ভাগ মানুষই প্রকাশ্যে বিষয়টি নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করেন। কিশোর-কিশোরীরা এ নিয়ে প্রশ্ন করলেও অনেক সময় ভুলভাল বুঝিয়ে দেওয়া হয়। এবার যৌনশিক্ষা নিয়ে খোলাখুলি কথা বলতে আসছেন রাকুল প্রীত সিং।

অভিনেত্রীর নতুন সিনেমা ‘ছত্রিওয়ালি’ জি ফাইভে মুক্তি পাবে ২০ জানুয়ারি। হাসি-আনন্দের মোড়কে এ সিনেমার গল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যৌনশিক্ষার বিষয়টি। গত শুক্রবার রাতে মুক্তি পেল ছত্রিওয়ালির ট্রেলার। ট্রেলারের শুরুতে দেখা যায় এক ছাত্র তার শিক্ষককে প্রশ্ন করছে, ‘জনসংখ্যা কীভাবে বাড়ে স্যার?’ উত্তরে শিক্ষক বলেন, ‘যখন একটা পাখি আরেকটা পাখির ওপরে বসে, তখন জনসংখ্যা বাড়ে।’ এরপর দেখা যায় রাকুল প্রীতকে। ঘুড়ি উড়িয়ে, আড্ডা মেরে পাড়া মাতিয়ে রাখেন তিনি। তবে তাঁরই এক পরিবারের সদস্যের যখন মিসক্যারেজ হয়, তখনই বিষয়টি নিয়ে সিরিয়াস হন রাকুল।

শিক্ষার্থীদের যৌনশিক্ষা দেওয়ার জন্য খোলা মাঠে স্কুল খুলে বসেন। পরিবার ও ব্যক্তিগত জীবনের উদাহরণ দিয়ে রাকুল বুঝিয়ে দেবেন, ছাত্রছাত্রীদের সঠিক যৌনশিক্ষা দেওয়া কতটা জরুরি। এতে রাকুলের প্রেমিকের চরিত্রে আছেন সুমিত ব্যাস। সিনেমাটি পরিচালনা করেছেন তেজসপ্রভা বিজয় দেওস্কর।

রাকুল প্রীত বলেন, ‘আমার মনে হয়, এ চরিত্র অনিরাপদ যৌন সম্পর্কের বিরুদ্ধে কথা বলতে অন্যদের উৎসাহ দেবে। অন্যান্য বিষয়ের পাশাপাশি ছাত্রছাত্রীদের যৌনশিক্ষা দেওয়া এই সময়ে সবচেয়ে জরুরি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ