বাগেরহাটে দুই সপ্তাহেও খোঁজ মেলেনি নিখোঁজ শিক্ষার্থী মো. শহিদুল ইসলাম সিপনের (১১)। দিন যত যাচ্ছে অভিভাবকদের উদ্বেগ তত বাড়ছে।
নিখোঁজ মো. শহিদুল ইসলাম সিপন বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর আদর্শ গ্রামের মো. মিজানুর রহমানের ছোট ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ে। কোরআন শিক্ষার জন্য নিয়মিত পার্শ্ববর্তী হাকিমপুর মাদ্রাসায় যেত সিপন।
এ বিষয়ে ওই শিক্ষার্থীর বাবা মো. মিজানুর রহমান বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মিজানুর রহমান বলেন, তাঁর ছেলে প্রাথমিক বিদ্যালয়ে পড়ার পাশাপাশি হাকিমপুর মাদ্রাসায় কোরআন পড়া শিখত। ২২ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে কোরআন পড়ার উদ্দেশে মাদ্রাসায় যায়। আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ২৪ সেপ্টেম্বর বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। যেকোনো মূল্যে তিনি তাঁর ছেলেকে ফিরে পেতে চান।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করার জন্য তাঁরা কাজ শুরু করেছেন। শিশুটিকে খুঁজে বের করতে সক্ষম হবেন বলে আসা করেন তিনি।