হোম > ছাপা সংস্করণ

পেট্রলপাম্প থেকে কোটি টাকার জেনারেটর চুরি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পেট্রলপাম্প থেকে কোটি টাকা মূল্যের একটি জেনারেটর চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। চোরাই চক্র জেনারেটরটি রাতের আঁধারে ক্রেন দিয়ে উঠিয়ে নিয়ে একটি লোহার ডিপোতে লুকিয়ে রেখেছেন বলে অভিযোগ করেছেন পাম্প কর্তৃপক্ষ। ঘটনার পর পাম্প কর্তৃপক্ষ চুরি হওয়া জেনারেটর উদ্ধারে সীতাকুণ্ড থানায় অভিযোগে দিয়েছে।

ভুক্তভোগীরা জানান, গত বুধবার সীতাকুণ্ডের ভাটিয়ারি সী গোল্ড পেট্রলপাম্প থেকে একদল চোরাই চক্র রাতের আঁধারে ক্রেন দিয়ে উঠিয়ে ১ কোটি ৩০ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক জেনারেটর চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর পাম্প মালিক আল আমিন পারভেজ দীপ্ত চোরাই জেনারেটর উদ্ধারে নানামুখী তৎপরতা শুরু করেন। সর্বশেষ গত বৃহস্পতিবার উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান ঘাটা এলাকার মোহাম্মদ লোকমান ও মোহাম্মদ আলীর ডিপোতে চুরিকৃত জেনারেটর ও মালামালের সন্ধান পান তিনি। সন্ধান পরবর্তীতে পাম্প থেকে চুরি হওয়া জেনারেটর উদ্ধার ও চোরাই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সীতাকুণ্ড মডেল থানায় হাজির হন পাম্প মালিক আল আমিন পারভেজ দীপ্ত।

পাম্প মালিক আল-আমিন পারভেজ দীপ্ত জানান, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের নির্দেশনা অনুসারে বৈদ্যুতিক জেনারেটর চুরির ঘটনার সঙ্গে জড়িত সিরাজুল ইসলাম ইয়াকুব কায়সার বাপ্পি মানিক ও রাসেলের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পেট্রল পাম্পের মালিকানা নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। দুটি পক্ষ চুরির অভিযোগ ওঠা জেনারেটরটির মালিকানা দাবি করছেন। বিষয়টির সত্যতা নিশ্চিতে তদন্তকাজ চলমান রয়েছে। তদন্ত পরবর্তীতে এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ