হোম > ছাপা সংস্করণ

পুলিশের ওপর পরাজিতের হামলা, মাইক্রোবাসে আগুন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে আওয়ামী লীগের বিদ্রোহী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও দুটি মাইক্রোবাস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গণনা শেষে নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে উপজেলা পরিষদে ফেরার পথে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে রাত আটটার দিকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে পুলিশের সহায়তায় ফিরছিলেন কর্মকর্তারা। একপর্যায়ে আওয়ামী লীগের বিদ্রোহী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী আলতাফ উদ্দিন শাহীনের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন এবং নির্বাচনী সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। আত্মরক্ষার্থে পুলিশ নির্বাচনী সরঞ্জাম নিয়ে একটি ঘরে আশ্রয় নেয়। এ সময় মাইক্রো বাসটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পরে বিজিবি ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫০টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন বলেন, পুলিশ ও বিজিবির সহায়তায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের কবল থেকে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের উদ্ধার করে আনা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ