বর্তমান সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটের কারণে জ্বালানি খাতে চরম দুরবস্থা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। গতকাল রোববার ফরিদপুর প্রেসক্লাব চত্বরে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘সরকারের দুর্নীতির কারণে সাধারণ মানুষ ক্রয়ক্ষমতা হারিয়েছে।’
প্রতিনিধিদের পাঠানো খবর:
জ্বালানি খাতে অব্যবস্থাপনা ও সারা দেশে ব্যাপক লোডশেডিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার ফরিদপুর, শরীয়তপুর ও রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ হয়। ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
শরীয়তপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিক।
জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে রাজবাড়ীতে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন মিঠুর সভাপতিত্বে মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ হয়।