ঢাকার দোহারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ছুরিকাঘাতে রাজু নামে এক এইচএসসি পরীক্ষার্থীসহ ৪ জন আহত হন। গতকাল সোমবার বিকেলে লটাখোলা আজহার আলী মেমোরিয়াল স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
আহত রাজু জয়পাড়া কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বাকিরা হলেন নয়ন (২০), কাওছার (১৮) ও রফিক (১৯)।
আহত রাজু বলেন, ‘গত রোববার বিকেলে শাকিল, বাবুসহ বেশ কয়েকজনের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে আমাদের কথা-কাটাকাটি হয়। পরে ওরা আজকে আমাদের মীমাংসার জন্য ডাকে। সেখানে উপস্থিত হওয়া মাত্রই ওরা আমাদের ওপর হামলা চালায়।’
দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।