ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। আজ শুক্রবার ভোট গণনা করা হবে। এবার নির্বাচনে ভোট দেননি ৮ হাজার ৫৬২ সদস্য।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রায়হান মোর্শেদ আজকের পত্রিকাকে জানান, নির্বাচনে ২ দিনে ১১ হাজার ২৮৫ জন আইনজীবী ভোট দিয়েছেন। এবার ভোটার ছিলেন মোট ১৯ হাজার ৮৪৭ জন। বরাবরের মতো আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোহাম্মদ আব্দুল্লাহ আবু আজকের পত্রিকাকে জানান, এবারের নির্বাচনে ২৩টি পদে নতুন নেতৃত্ব আসবে।