হোম > ছাপা সংস্করণ

ভাঙচুরের অভিযোগে মামলা, বাস চলাচল শুরু

বরগুনা প্রতিনিধি

বরগুনায় বাস শ্রমিক ও ইজিবাইক চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ২০ থেকে ২২ জনের নামে ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে বরগুনা সদর থানায় ফাহিম এন্টারপ্রাইজ নামের বাসের মালিক বাদশা মিয়া বাদী হয়ে মামলাটি করেন।

গতকাল শনিবার দুপুরে বরগুনা থেকে সব পথে বাস চলাচল শুরু হয়েছে।

মামলায় ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের ছাত্রলীগ নেতা সবুজসহ ২০ থেকে ২২ জনকে আসামি করা হয়েছে।

বরগুনা জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহসাংগঠনিক সম্পাদক মো. গোলাম কবীর বলেন, ‘শুক্রবার রাতে মামলা হওয়ার পর শনিবার দুপুর থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়।’

বরগুনা-নিয়ামতি সড়কের বদরখালী, ফুলঝুরি ও গৌরিচন্না ইউনিয়ন ইজিবাইক চালক-মালিক সমবায় সমিতির সভাপতি বজলুর রহমান বশির বলেন, ‘বাস শ্রমিকেরা আমাদের গাড়ি ভাঙচুর ও হামলা করে অন্তত ১০ জন চালক আহত করেছে। উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করেছে হয়রানি করার জন্য।’

বরগুনা জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সগীর হোসেন বলেন, ‘যাত্রীদের ভোগান্তি বিবেচনায় দুপুর থেকে ফের বাস চলাচল শুরু করেছি।

বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে একজন বাস মালিক বাদী হয়ে মামলা করেছেন। আমরা এ বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ