হোম > ছাপা সংস্করণ

সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটায় সাবেক এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মহাম্মদ নগর এলাকার বাসিন্দা আসলাম খান মিলন। গত বৃহস্পতিবার বটিয়াঘাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে আয়োজন করেন মিলন।

সংবাদ সম্মেলনে মিলন দাবি করেন, ক্রয়সূত্রে উপজেলার কৃষ্ণনগর মৌজায় এক কাঠা পরিমাণ জমির প্রকৃত মালিক তিনি। জমির দলিল ও সংশ্লিষ্ট সব কাগজপত্রে তাঁর মালিকানার প্রমাণ রয়েছে। কিন্তু মালিকানা সংক্রান্ত কোনো কাগজপত্র ছাড়াই শুধুমাত্র স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এবং দুর্বৃত্তের সহায়তায় গত বছর জমিটি দখল করেন মো. নূর ইসলাম নামের সাবেক ওই ব্যাংক কর্মকর্তা।

মিলন আরও জানান, তিনি নিয়মিত ওই জমির খাজনা পরিশোধ করেছেন। ওই জমিতে তাঁর একটি ওয়ার্কশপও ছিল। ওয়ার্কশপে তাঁর নিজের নামে বৈদ্যুতিক সংযোগ এবং ওয়ার্কশপের ট্রেড লাইসেন্স রয়েছে। এর আগে জমিটি মর্টগেজ রেখে তিনি ব্যাংক থেকে লোনও নিয়েছিলেন। শান্তিপূর্ণভাবেই সেখানে ওয়ার্কশপটি চালিয়ে আসছিলেন মিলন। কিন্তু অর্থ ও লোকবল প্রয়োগ করে নূর ইসলাম ওই জমি থেকে জোর করে তাঁকে উচ্ছেদ করে জমিটি অবৈধভাবে দখল করে নেন। এ বিষয়ে আসলাম মিলন গত বছরের ৩০ জুন লবণচরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকেও বিষয়টি লিখিতভাবে জানান। বর্তমানে অবৈধভাবে তাঁর ওই জমিতে স্থাপনা নির্মাণ করেছেন সাবেক ওই ব্যাংক কর্মকর্তা।

সংবাদ সম্মেলন থেকে মিলন তাঁর জমি ফিরে পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল ধরেননি।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন, ‘সাবেক এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ