ঘাটাইলে জেরিন সুলতানা (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গত সোমবার বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে। সে স্থানীয় শাহীন স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, কালিহাতী উপজেলার আলমগীর হোসেনের মেয়ে জেরিন সুলতানা। মেয়ে জেরিন ও ছেলে বায়েজিদকে নিয়ে মা ডেইজি আক্তার ঘাটাইল পৌরসভা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত সোমবার স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল জেরিন। পাশের কক্ষে মা মোবাইল ফোনে প্রবাসী স্বামীর সঙ্গে কথা বলছিলেন। এর ফাঁকেই মেয়ে জেরিন নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
ঘাটাইল থানার এসআই পলাশ মাহমুদ বলেন, ‘এটি আত্মহত্যা।’