হোম > ছাপা সংস্করণ

বাজারে অভিযান: কমল দাম, পালালেন দোকানি

চাঁদপুর সদরের মহামায়া বাজারে সকালে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৯৫ টাকায়। দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে সেই দাম নেমে আসে ৬৭ টাকায়। সেই সঙ্গে অভিযান দেখে বাজারের অধিকাংশ ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যান।

ভোক্তা-অধিকারের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন গতকাল বেলা ১টার দিকে বাজারে অভিযান চালান। এ সময় সদর মডেল থানা-পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

বাজার সূত্রে জানা গেছে, মহামায়া পশ্চিম বাজারে সবচেয়ে বড় পাইকারি মুদিদোকান হচ্ছে সালাউদ্দিন স্টোর। অভিযান টের পেয়ে এই দোকানের মূল্যতালিকা সরিয়ে ফেলা হয়। তালিকায় পেঁয়াজের মূল্য প্রতি কেজি ৯৫ টাকা লেখা ছিল। অভিযানকালে সেখানে পেঁয়াজ বিক্রি শুরু হয় ৬৭ টাকা কেজি। এই সুযোগে অনেক ক্রেতা ওই দোকান থেকে দুই-তিন কেজি করে পেঁয়াজ কেনা শুরু করেন। এ সময় পাশের মোহাম্মদ স্টোরে পেঁয়াজ বিক্রি হয় ৭০ টাকা কেজি। গতকাল শহরের পুরান বাজার আড়তে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৭-৬৮ টাকায়।

ভোক্তা-অধিকারের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, ‘পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান। অনেক ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। আবার অনেক পাইকারি ও খুচরা মুদি ব্যবসায়ী অভিযান টের পেয়ে দোকান রেখে পালিয়েছেন।’ এই কর্মকর্তা জানান, বাজারে মূল্যতালিকা না থাকায় দুই মুদিদোকানকে ১ হাজার টাকা করে এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় এক ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে দুই ফার্মেসি ও একটি চালের দোকানে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম গতকাল দুপুরে ঝিকরগাছা বাজারে এ অভিযান চালান।

রাঙামাটির কাপ্তাইয়ে বাজার তদারক ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলা সদরের বড়ইছড়ি বাজার এবং কাপ্তাই নতুন বাজারে এই অভিযান চলে। এ সময় তিনটি দোকানকে ৮ হাজার টাকা জরিমানা ও ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ