পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালীতে আমন ফসল রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকেরা। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ঢালীকান্দায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশ নিয়ে কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন গাজী হুমায়ুন কবির, কৃষক শাহজালাল ও জসিম শিকদার।
বক্তারা জানান, ইটবাড়িয়া ও বাদুরতলী মৌজার প্রায় ৪০০ একর ফসলি জমি পায়রা বন্দর কর্তৃপক্ষ অধিগ্রহণ করেছে। সেখানে এখন বালু ফেলে ভূমি উন্নয়নের কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বিষয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষের দাবি, অধিগ্রহণ করা জমিতে ফসল চাষ করার সময় তাঁরা অনুমতি নেননি। উন্নয়নের স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। এ ছাড়া সমস্যার কথা পায়রা বন্দর কর্তৃপক্ষকে অবহিত না করেই তাঁরা মানববন্ধন করেছেন।