হোম > ছাপা সংস্করণ

পিটিয়ে হত্যার ঘটনায় ২০ জনকে আসামি করে মামলা

সিলেট প্রতিনিধি

দক্ষিণ সুরমা উপজেলার কুচাই গ্রামে সিএনজিচালিত অটোরিকশাচালক শাহাবুদ্দিন আহমদ সাবুলকে (৪৫) পিটিয়ে হত্যার ঘটনায় ২০ জনকে আসামি করে মামলা হয়েছে।

গত শুক্রবার দিবাগত রাতে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭ জনকে আসামি করে মামলা করেন নিহতের বোন তাহমিনা খানম রাজনা। এ ঘটনায় এজাহার নামীয় ৬ জনকে ঘটনার দিনই গ্রেপ্তার করে মোগলাবাজার থানা-পুলিশ।

মামলার আসামিরা হলেন- কামরুল ইসলাম, কামরান মিয়া, মৃত ময়না মিয়ার ছেলে নজরুল ইসলাম, বদরুল ইসলাম, আব্দুল মালিক মালাই, ফখরুল ইসলাম, মালাইর ছেলে ইমন, ফখরুলের ছেলে সুমেল, মিজান, সালেহ আহমদের মেয়ে মাহবুবা আলম মুন্নি, মালইর মেয়ে ফাহিমা আক্তার জেনি, মালাইর স্ত্রী সিরাজুন বেগম। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ৬ জন হলেন-কামরান মিয়া, বদরুল ইসলাম, আব্দুল মালিক মালই, মাহবুবা আলম মুন্নি, ফাহিমা আক্তার জেনি ও সিরাজুন বেগম।

মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা জানান, এ ঘটনায় কামরান মিয়া, বদরুল ইসলাম, আব্দুল মালিক মালই, মাহবুবা আলম মুন্নি, ফাহিমা আক্তার জেনি ও সিরাজুন বেগমকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়েছে। নিহতের বোন হত্যা মামলা করেছেন।

দক্ষিণ সুরমা উপজেলার কুচাই গ্রামে গাছ কাটা নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার অটোরিকশাচালক শাহাবুদ্দিন আহমদ সাবুলকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। তিনি ওই এলাকার মৃত আব্দুল হামিদ আখন মিয়ার ছেলে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ