আগামীকাল বুধবার বাউফল উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে। উপজেলার বিদ্যুৎ উপকেন্দ্রের মান উন্নয়নকাজের কারণে বিদ্যুৎ বন্ধ থাকবে বলে জানিয়েছে পল্লীবিদ্যুৎ সমিতি বাউফল জোনাল অফিস।
পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম ছোহরাব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বাউফল জোনাল অফিসের গোসিংগা ও কালিশুরী উপকেন্দ্রের ৩৩ কেভি ফিডার কাজের জন্য আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সকল নাগরিককে বিদ্যুতের লাইন থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করার আহ্বান জানানো হয়। কারণ যে কোনো সময় বিদ্যুৎ লাইন চালু হতে পারে। এ সময় অসাবধান থাকলে দুর্ঘটনা ঘটতে পারে।